হোম > সারা দেশ > ময়মনসিংহ

 নজরুল বিশ্ববিদ্যালয়ে জুনিয়র নির্যাতনের দায়ে সিনিয়র সাময়িক বহিষ্কার 

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রোলিং চেয়ার ঘুরিয়ে নবীন এক ছাত্রকে নির্যাতনের ঘটনায় চারুকলা বিভাগের শিক্ষার্থী সৌমিক জাহানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির বৈঠকে তাঁকে বহিষ্কার করা হয়। 

এর আগে জুনিয়রকে নির্যাতন করার ঘটনায় আন্দোলন শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সঙ্গে গত ১৪ মার্চ বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড সৌমিত্র শেখর দে এর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকে বসেছিলেন। পরে উপাচার্যের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। 

এদিকে আজ রোববার বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি বিকেল ৪টায় বৈঠকে বসে। বৈঠকে সিদ্ধান্তে বলা হয়, সৌমিক জাহানকে (চারুকলা বিভাগ) সাময়িকভাবে বহিষ্কারের সুপারিশ করা হলো। একইসাথে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদুপরি তাঁর অভিভাবকেকে আগামী শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ করা হয়েছে। 

এছাড়াও সভায় অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী রাজু মিয়া (লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ), নাজমুল হুদা দেওয়ানী (অর্থনীতি), আফজাল হোসাইন শান্ত (চারুকলা) ও খন্দকার রিফাদুল হাসানের (চারুকলা) আসন বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

সিদ্ধান্তে আরও বলা হয়, র‍্যাগিংয়ের শিকার শিক্ষার্থীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার অভিযুক্ত শিক্ষার্থী সৌমিক জাহানের পরিবারকে বহন করতে বলা হয়েছে। 
 
প্রসঙ্গত, গত ১২ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষে নির্যাতনের শিকার হন সংগীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক ছাত্র। আর অভিযুক্ত শিক্ষার্থী সৌমিক জাহান চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ