ময়মনসিংহে ৫৫ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন জেলার ত্রিশাল উপজেলার মো. মাইনউদ্দিনের ছেলে মো. ফারুক হোসাইন (৩১), ময়মনসিংহ নগরীর মৃত আবুল হোসেনের ছেলে মো. কামাল হোসেন (২২), আ. খালেকের ছেলে মো. জাকিরুল ইসলাম (২৪)।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার সফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা প্রত্যেকেই চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।