হোম > সারা দেশ > ময়মনসিংহ

২১ বছর পর ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন 

ময়মনসিংহ প্রতিনিধি

২১ বছর পর ময়মনসিংহে তাসলিমা হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ দায়রা জজ মো. শাহাদত হোসেন এই রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন-আব্দুল মালেক খান, আব্দুল হাই খান এবং আব্দুল কাইয়ূম খান। তারা সবাই সদর উপজেলার চর আনন্দিপুর গ্রামের বাসিন্দা। 

আদালতের বেঞ্চ সহকারী আব্দুল হক জানান, ২০০২ সালের ৮ নভেম্বর পূর্বশত্রুতার জেরে আসামিদের হাতে খুন হন তাসলিমা খাতুন। এ ঘটনায় আব্দুল লতিফ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল হলে দীর্ঘ ২১ বছর পর আদালত এই রায় ঘোষণা করেন। 

এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও আসামি পক্ষের কারও বক্তব্য জানা যায়নি। তবে বাদী পক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন