হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিনা মূল্যে ছানি অপারেশনের উদ্যোগ নিয়েছে ওমর ফাউন্ডেশন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে চোখে ছানি পড়া রোগীদের বিনা মূল্যে অপারেশন করার উদ্যোগ গ্রহণ করেছে ‘ওমর ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন। আগামীকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ডিএস আলিম মাদ্রাসা মাঠে এই ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হবে। 

সংগঠন সূত্রে জানা গেছে, উপজেলার এই সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক বিএনপি নেতা আলহাজ সালমান ওমর রুবেল। তিনি প্রায় ৯ বছর ধরে বিনা মূল্যে গরিব অসহায় রোগীদের চোখে আলো জ্বালাতে কাজ করে যাচ্ছেন। ২০১২ সাল থেকে যাত্রা শুরু করা এই সংগঠনটি এ পর্যন্ত উপজেলার ৪ হাজার অসহায় গরিব মানুষকে বিনা মূল্যে চোখে ছানি অপারেশন, ৮০০ মানুষের নালি অপারেশন, ১২ হাজার মানুষকে বিনা মূল্যে চোখের চশমা, ২০ হাজার মানুষকে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে ব্যবস্থাপনাপত্রসহ ওষুধ প্রদান করেছেন। তার এই ধারাবাহিকতায় আজ শুধু ছানিপড়া রোগীদের এই চক্ষু ক্যাম্পের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে বিনা মূল্যে ছানি অপারেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

তাঁরা আরও জানান, উপজেলার যতজন রোগীই হোক না কেন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদের অভিজ্ঞ ডাক্তার দ্বারা সম্পূর্ণ বিনা মূল্যে অপারেশন করে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া হবে। 

জানতে চাইলে এ বিষয়ে সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সালমান ওমর রুবেল বলেন, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন মানুষের সেবা করা। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মানুষের পাশে থাকার চেষ্টা করি।’ 

উল্লেখ, করোনা ভাইরাসের প্রথম ও দ্বিতীয় ধাপে হালুয়াঘাট-ধোবাউড়ায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও অসহায় হাজার হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা দিয়ে আলোচনায় আসেন সালমান ওমর রুবেল। এ ছাড়াও দরিদ্র ও অসহায় মানুষকে আর্থিক সহায়তা, হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ, ঢেউটিন প্রদানের জন্য দানবীর হিসেবে এলাকায় সুখ্যাতি রয়েছে তাঁর।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ