হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাকৃবির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ সিএনজিচালকের বিরুদ্ধে 

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সিএনজিচালকের বিরুদ্ধে। আজ শনিবার বিশ্ববিদ্যালয় পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আবাসিক এলাকার সড়কে এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। 

ভুক্তভোগী বলেন, ‘আজ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের শাহজালাল পশু পুষ্টি মাঠ গবেষণাগারে আমার ক্লাস ছিল। বেলা সাড়ে ১২টার দিকে বিনা আবাসিক এলাকার সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় এক সিএনজিচালক পেছন থেকে অশালীনভাবে আমার শরীরে হাত দেয়। এর প্রায় দু-হাত সামনেই আমার দুজন বান্ধবী ছিল। 

আমরা তখন ভয়ে সাহায্যের জন্য চিৎকার করে দৌড়াতে শুরু করি। কিছুক্ষণ পর পেছনে ফিরে ওই ব্যক্তিকে সিএনজি নিয়ে চলে যেতে দেখি। আমি মানসিকভাবে ভেঙে পড়লে হলে নিয়ে আসে আমার বান্ধবীরা। পরে অন্যরা জেনে সিএনজিকে ট্র্যাক করার জন্য প্রক্টর অফিসে যোগাযোগ করে।’ 

তিনি আরও বলেন, ‘চালকের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর হতে পারে। গায়ে জোব্বা ও মাথায় টুপি পরা ছিল।’ 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে প্রায়ই এ রকম ঘটনা ঘটছে। আজকের ঘটনা সবার সামনে এসেছে কিন্তু এমন ঘটনা আরও আছে যেগুলো ভয় বা লজ্জায় গোপন রয়েছে। ওই রাস্তাটি অন্য জায়গায় চেয়ে একটু ফাঁকা। আবার ওইদিক দিয়েই ক্লাসে যেতে হয়। কিন্তু ওই রাস্তায় কোনো নিরাপত্তা কর্মী নেই। বিশ্ববিদ্যালয়ের এ রকম সুনসান রাস্তায় প্রয়োজনীয় নিরাপত্তা কর্মী নিয়োগ জরুরি। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ দেখে সিএনজিটির নম্বর সংগ্রহ করেছি। সংশ্লিষ্ট নিরাপত্তা বিভাগেও জানিয়ে দেওয়া হয়েছে। এখন সিএনজিটি ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর সংকট রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য নিরাপত্তা কর্মী সংখ্যা বাড়ানো জরুরি।’

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর