হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ওভারটাইমের দাবিতে কাশর আঞ্চলিক সড়ক অবরোধ করেন এডাম স্টাইল লিমিটেড কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবি পূরণের বিষয়ে আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

শ্রমিকেরা জানান, ওই কারখানায় তাঁরা প্রায় ৫৫০ শ্রমিক কাজ করেন। কারখানা কর্তৃপক্ষ বেতন বোনাস ও ওভারটাইমের টাকা নির্ধারিত সময়ে পরিশোধ করে না। গত অক্টোবর মাসের বেতন নিয়েও টালবাহানা শুরু করে। তাই তারা বকেয়া বেতন ও ওভারটাইমের দাবিতে কাশর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। আগামী ১৭ নভেম্বর বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে আশ্বাস দিলে অবরোধ তুলে নিয়ে কাজে যোগদান করেন শ্রমিকেরা।

এ বিষয়ে কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) মেহেদী হাসান বলেন, প্রত্যেক মাসের ১০ তারিখেই শ্রমিকদের বেতন দেওয়া হয়। ইদানীং কারখানায় কাজ কম থাকায় নির্ধারিত সময়ে বেতন দিতে সমস্যা হচ্ছে। এ জন্য শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। আগামী ১৭ তারিখে বেতন দেওয়ার আশ্বাসে তাঁরা কাজে ফিরেছেন।

ময়মনসিংহ শিল্প জোন-৫ এর সহকারী উপপরিদর্শক (এএসপি) কাজী সাইদুর রহমান বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী ১৭ নভেম্বর বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকেরা কাজে ফিরে গেছেন। 

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত