হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ওভারটাইমের দাবিতে কাশর আঞ্চলিক সড়ক অবরোধ করেন এডাম স্টাইল লিমিটেড কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবি পূরণের বিষয়ে আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

শ্রমিকেরা জানান, ওই কারখানায় তাঁরা প্রায় ৫৫০ শ্রমিক কাজ করেন। কারখানা কর্তৃপক্ষ বেতন বোনাস ও ওভারটাইমের টাকা নির্ধারিত সময়ে পরিশোধ করে না। গত অক্টোবর মাসের বেতন নিয়েও টালবাহানা শুরু করে। তাই তারা বকেয়া বেতন ও ওভারটাইমের দাবিতে কাশর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। আগামী ১৭ নভেম্বর বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে আশ্বাস দিলে অবরোধ তুলে নিয়ে কাজে যোগদান করেন শ্রমিকেরা।

এ বিষয়ে কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) মেহেদী হাসান বলেন, প্রত্যেক মাসের ১০ তারিখেই শ্রমিকদের বেতন দেওয়া হয়। ইদানীং কারখানায় কাজ কম থাকায় নির্ধারিত সময়ে বেতন দিতে সমস্যা হচ্ছে। এ জন্য শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। আগামী ১৭ তারিখে বেতন দেওয়ার আশ্বাসে তাঁরা কাজে ফিরেছেন।

ময়মনসিংহ শিল্প জোন-৫ এর সহকারী উপপরিদর্শক (এএসপি) কাজী সাইদুর রহমান বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী ১৭ নভেম্বর বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকেরা কাজে ফিরে গেছেন। 

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক