হোম > সারা দেশ > নেত্রকোণা

দম্পতিকে বেঁধে নির্যাতন ও স্বর্ণালংকার লুট, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

নেত্রকোনা প্রতিনিধি

হানিফ। ছবি: সংগৃহীত

নেত্রকোনা সদর উপজেলার জয়শিদ গ্রামের এক দম্পতিকে হাত-পা বেঁধে নির্যাতন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় যুবদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক দুটি স্থান থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হানিফ এবং একই উপজেলার বিচিপাড়া গ্রামের আল আমিন। হানিফকে তাঁর নিজ গ্রাম থেকে এবং আল আমিনকে কলমাকান্দা থেকে আটক করা হন।

জানা গেছে, গত সোমবার রাত ২টার দিকে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত জয়শিদ গ্রামের পোলট্রি ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে খোকনের বাড়িতে হানা দেয়। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে শহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী বিউটি আক্তারের হাত, পা ও মুখ বেঁধে মারধর করে। পরে ঘরে ঢুকে টেবিলের ওপর থেকে একটি মোবাইল ফোন, ট্রাংক থেকে নগদ ৪৫ হাজার টাকা, স্বর্ণের তৈরি হাতের বালা, কানের দুল ও আংটিসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার পর শহিদুলকে তাঁর স্বজনেরা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। এ ব্যাপারে শহিদুল ইসলাম গতকাল রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই যুবদল নেতা হানিফ ও তাঁর সঙ্গী আল আমিনকে গ্রেপ্তার করে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে হানিফ সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বলে জানা গেছে। আগামীকাল শনিবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড