হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে মায়ের সঙ্গে অভিমানে বিষপানে ছেলের মৃত্যু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে মায়ের সঙ্গে কথা-কাটাকাটির পরে অভিমান করে নিজের রুমে বিষপান করেন আব্দুর রউফ ওরফে হৃদয় (১৯) নামের এক অনার্স পড়ুয়া শিক্ষার্থী। পরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

মৃত শিক্ষার্থী উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

হৃদয়ের বাবা আ. রাজ্জাকের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ছোট ভাইকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসতে বলেন হৃদয়ের মা। এ নিয়ে মায়ের সঙ্গে কথা-কাটাকাটি হয় তাঁর। এরপর রাগ করে নিজ রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে ঘরে রাখা কীটনাশক (বিষ) পান করেন তিনি।

পরে হৃদয় তাঁর একই গ্রামের বন্ধুকে ফোন করে বিভিন্ন বিষয়ে ক্ষমা চান। বিষয়টি রানার সন্দেহ হলে তিনি দৌড়ে এসে রুমের দরজা বন্ধ দেখতে পান। এরপর ডাকাডাকি করলেও তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সারা রাত চিকিৎসাধীন থাকার পর আজ ভোর ৫টার দিকে হৃদয়ের মৃত্যু হয় বলে জানান তাঁর বাবা।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড