হোম > সারা দেশ > ময়মনসিংহ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নুরের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি

ময়মনসিংহ: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ৩ টার দিকে ঢাকা নুরকে আসামী করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল গনি বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায়  ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

মামলার এজাহারের বরাত দিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরু গত ১৪ এপ্রিল প্রথম রমজানে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ফেইসবুক লাইভে বলেন, কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারেনা, যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার। তাদের কোনও ঈমান নেই এমন তথ্য লাইভ ভিডিওতে মিথ্যা বানোয়াট, আক্রমণাত্মক, উস্কানিমূলক বক্তব্য দিয়ে সারা দেশের আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান নেতাকর্মীদের মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনায় মো. সোহেল গনি এ মামলা করেন।

তিনি আরও বলেন, আসামী গ্রেপ্তারে পুলিশ যথাযথ পদক্ষেপ নিচ্ছে।

মামলার বাদী মো. সোহেল গনি বলেন, বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, এখানে ইসলাম ধর্ম নিয়ে কারো আক্রমণাত্মক কথা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার শামিল। আমি মুসলমান হিসেবে বিষয়টি সহ্য করতে পারেনি। তাই প্রতিবাদ স্বরূপ মামলা করেছি। এমন নাস্তিকের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানান সোহেল গণি।

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার