হোম > সারা দেশ > ময়মনসিংহ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নুরের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি

ময়মনসিংহ: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ৩ টার দিকে ঢাকা নুরকে আসামী করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল গনি বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায়  ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

মামলার এজাহারের বরাত দিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরু গত ১৪ এপ্রিল প্রথম রমজানে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ফেইসবুক লাইভে বলেন, কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারেনা, যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার। তাদের কোনও ঈমান নেই এমন তথ্য লাইভ ভিডিওতে মিথ্যা বানোয়াট, আক্রমণাত্মক, উস্কানিমূলক বক্তব্য দিয়ে সারা দেশের আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান নেতাকর্মীদের মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনায় মো. সোহেল গনি এ মামলা করেন।

তিনি আরও বলেন, আসামী গ্রেপ্তারে পুলিশ যথাযথ পদক্ষেপ নিচ্ছে।

মামলার বাদী মো. সোহেল গনি বলেন, বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, এখানে ইসলাম ধর্ম নিয়ে কারো আক্রমণাত্মক কথা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার শামিল। আমি মুসলমান হিসেবে বিষয়টি সহ্য করতে পারেনি। তাই প্রতিবাদ স্বরূপ মামলা করেছি। এমন নাস্তিকের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানান সোহেল গণি।

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক