হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে সাবেক এমপি বাবেলের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। আজ শনিবার ভোরে বাবেলের বাগুয়া গ্রামের বাড়িতে এ হামলা করে দুর্বৃত্তরা। 

গফরগাঁও থানা-পুলিশ ও গোলন্দাজের প্রতিবেশীরা জানান, গফরগাঁও উপজেলা সদর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে আজ ভোর ৫টার দিকে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। তারা এক্সকাভেটর দিয়ে গোলন্দাজের বাড়ির তিনটি ফটক ভেঙে ভেতরে ঢুকে সেখানে ভাঙচুর ও লুটপাটের পর আগুন দেয়। আগুনে বাড়িটির অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়েছে। আগুনে দুটি টিনশেড ঘর, সাবেক এমপির ব্যবহৃত দুটি গাড়ি ও আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান জানান, আজ ভোর ৫টার দিকে স্থানীয়রা অগ্নিকাণ্ডের খবর জানায়। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া ইয়াসমিন বলেন, ‘এলাকাবাসী ভোরে আগুন দেওয়ার বিষয়টি পুলিশকে জানালে গফরগাঁও সেনাবাহিনীর ক্যাম্প থেকে সেনাসদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভায়। এ সময় সাবেক এমপির বাড়িতে পরিবারের সদস্য কেউ ছিল না।’

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা