হোম > সারা দেশ > ময়মনসিংহ

দুই পিকআপ ভ্যানের প্রতিযোগিতায় প্রাণ গেল পথচারী বৃদ্ধের

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে পিকআপের চাপায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার নান্দাইল-দেওয়ানগঞ্জ সড়কের শেরপুর লংগারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জমির উদ্দিন (৭০) নামের ওই ব্যক্তি উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর গ্রামের আমছর আলীর (মৃত) ছেলে। 

পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, জমির উদ্দিন রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এমন সময় দুটি পিকআপ প্রতিযোগিতা করে নান্দাইল থেকে দেওয়ানগঞ্জে যাওয়ার সময় লংগারপাড় এলাকায় বৃদ্ধকে চাপা দেয়। এতে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে যায়। স্থানীয়রা আহত অবস্থায় জমির উদ্দিনকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে পিকআপচালক গাড়ি রেখে পালিয়ে যান। 

জমির উদ্দিনের ভাতিজা কে এম সালাউদ্দিন বলেন, ‘দুটি পিকআপ প্রতিযোগিতা করে চালানোর জন্যই একটি প্রাণ গেল। পিকআপচালকের লাইসেন্স ও গাড়ির ফিটনেস আছে কি না, সেটা দেখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’ 

নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘পিকআপের চাপায় বৃদ্ধ নিহত হয়েছেন। পিকআপটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে নিহতের পরিবার কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার