হোম > সারা দেশ > ময়মনসিংহ

দুই পিকআপ ভ্যানের প্রতিযোগিতায় প্রাণ গেল পথচারী বৃদ্ধের

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে পিকআপের চাপায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার নান্দাইল-দেওয়ানগঞ্জ সড়কের শেরপুর লংগারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জমির উদ্দিন (৭০) নামের ওই ব্যক্তি উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর গ্রামের আমছর আলীর (মৃত) ছেলে। 

পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, জমির উদ্দিন রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এমন সময় দুটি পিকআপ প্রতিযোগিতা করে নান্দাইল থেকে দেওয়ানগঞ্জে যাওয়ার সময় লংগারপাড় এলাকায় বৃদ্ধকে চাপা দেয়। এতে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে যায়। স্থানীয়রা আহত অবস্থায় জমির উদ্দিনকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে পিকআপচালক গাড়ি রেখে পালিয়ে যান। 

জমির উদ্দিনের ভাতিজা কে এম সালাউদ্দিন বলেন, ‘দুটি পিকআপ প্রতিযোগিতা করে চালানোর জন্যই একটি প্রাণ গেল। পিকআপচালকের লাইসেন্স ও গাড়ির ফিটনেস আছে কি না, সেটা দেখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’ 

নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘পিকআপের চাপায় বৃদ্ধ নিহত হয়েছেন। পিকআপটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে নিহতের পরিবার কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত