হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা–মেয়ের

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে কামারগাঁও ইউনিয়নের ভেরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আজ শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন। 

নিহতরা হলেন, ওই এলাকার দিনেশের স্ত্রী অঞ্জলী রানী (৪৬) ও তাঁর মেয়ে লক্ষ্মী রানী (২১)। এই ঘটনায় আহত হয়েছেন অঞ্জলী রানীর ছেলে শ্যামল (১৩)। 

স্থানীয়দের বরাত দিয়ে তারাকান্দা থানার ওসি আব্দুল আল মামুন বলেন, দিনেশের ছেলে শ্যামল রাত ৯টার দিকে বাড়ির উঠানে টিউবওয়েলে হাতমুখ ধোয়ার জন্য যায়। টিউবওয়েলটি টিনের বেড়া দিয়ে ঘেরা ছিল। সেখানে বিদ্যুতায়িত হয়ে চিৎকার দেয় শ্যামল। চিৎকার শুনে শ্যামলের মা অঞ্জলী রানী দৌড়ে তার ছেলেকে বাঁচাতে গিয়ে তিনি নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। 

এমন সময় অঞ্জলী রানীর বড় মেয়ে লক্ষ্মী রানীও তাঁকে বাঁচাতে যায়। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হয় ছেলে শ্যামল। পরে স্থানীয়রা শ্যামলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন