হোম > সারা দেশ > ময়মনসিংহ

মামার জিম্মায় মা হারানো শিশু মেহেদী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় জায়েদা নামের নারী নিহতের জন্য দায়ীকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই সময় আহত তাঁর শিশুসন্তান মেহেদীকে মামার জিম্মায় দেওয়া হয়েছে। তবে শিশুটির দাবিদারদের আদালতে আবেদন করে অভিভাবকত্বের বিষয়টি নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ এই নির্দেশ দেন। 

এর আগে গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। 
 
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্কয়ার মাস্টার বাড়ি আইডিয়াল মোড় শশী ইলেকট্রনিকের সামনে গত ১০ মে রাত ১টায় সড়ক দুর্ঘটনা ঘটে। যাতে জায়েদা আক্তার নামে এক নারী মারা যান। আর জায়েদার সঙ্গে থাকা তাঁর শিশু ছেলে আহত হয়ে চিকিৎসাধীন। 
 

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আদালত কয়েকটি নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে–ভালুকা মডেল থানায় দায়েরকৃত মামলাটি সঠিকভাবে তদন্ত করে দায়ী গাড়ি এবং আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত শিশুটির তত্ত্বাবধান ও হেফাজতের জন্য তার মামার নিকট হস্তান্তর এবং শিশুটির অভিভাবকত্ব নিয়ে সংশ্লিষ্ট আদালতে দরখাস্ত দাখিল ও নিষ্পত্তি করার নির্দেশ হয়েছে। 

এতে ময়মনসিংহ ও সুনামগঞ্জের লিগ্যাল এইড কমিটিকে সহযোগিতা করতে বলা হয়েছে। এ ছাড়া নিহতের সুরতাল প্রতিবেদন এবং শিশুটির আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে এই বিষয়ে নেওয়া পদক্ষেপসমূহ প্রতিবেদন আকারে আগামী ২০ মে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

আইনজীবী মনজিল মোরসেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আপাতত মামার কাছে দিলেও দাবিদারদের আদালতে আবেদন করে অভিভাবকত্বের বিষয়টি নিষ্পত্তি করতে বলা হয়েছে।’

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক ধনদেব

উদ্ভট এক উটের পিঠে চলছে স্বাস্থ্যসেবা: ডিজির সঙ্গে তর্কের পর অব্যাহতি পাওয়া চিকিৎসক