হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবকের ১০ বছরের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি 

আরিফ হোসেন ও ফয়জুল করিম হীরা। ছবি: আজকের পত্রিকা

জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার পিঙ্গলহাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে আরিফ হোসেন প্রতিবেশীর অষ্টম শ্রেণিতে পড়া মেয়েকে বিয়ের প্রলোভনে উত্ত্যক্ত করতেন। রাজি না হওয়ায় ভয়ভীতি প্রদর্শন করতেন আরিফ হোসেন।

২০২০ সালের ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পেছনে যায়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা প্রতিবেশী ১৬ বছর বয়সী আরিফ হোসেন ও হাসু মিয়ার ছেলে ১৩ বছর বয়সী ফয়জুল করিম হীরা মেয়েটির মুখ চেপে ধরে বাড়ির অদূরে বাঁশবাগানে নিয়ে যান। ফয়জুল করিম হীরার সহায়তায় আরিফ হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে সেখানেই রেখে চলে যান।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট ফজলুল হক জানান, এই ঘটনায় ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি সদর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতনের শিকার শিশুর বাবা। একই বছরের ১৯ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচারপ্রক্রিয়া শেষে দুই অভিযুক্তের উপস্থিতিতে আজ রায় ঘোষণা করা হয়।

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী