হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন ময়মনসিংহে আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনকে (৩২) আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ শহর থেকে তাঁকে আটক করা হয়। 

আজ বুধবার নেত্রকোনা মডেল থানায় করা নাশকতাসহ বিস্ফোরক আইনের দুটি মামলায় শাওনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।

ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে করা ওই দুটি মামলার বাদী পৌর শহরের কাটলি এলাকার আল-আমিন ও সদর উপজেলার বামনমোহা গ্রামের বাসিন্দা সাদেক মিয়া। এসব মামলায় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান লিটন ও নেত্রকোনা-২ আসনের সাবেক এমপি আশরাফ আলী খান খসরুকেও আসামি করা হয়েছে।

ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালি থানার পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে শাওনকে আটক করা হয়। পরে নাশকতা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন