হোম > সারা দেশ > ময়মনসিংহ

আওয়ামী লীগের মনোনীত আব্দুস সালামের প্রার্থিতা আপিলেও বহাল 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের আওয়ামী লীগের মনোনীত মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের প্রার্থিতা হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আসনটির স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিনের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ বুধবার ‘নো অর্ডার’ দিয়েছেন। 

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন আব্দুস সালামের আইনজীবী প্রবীর নিয়োগী। তিনি আরও জানান, নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের মনোনয়ন গ্রহণ করে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন চেম্বার আদালত। 

এদিকে আজ সকাল ১০টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী নৌকার মনোনীত প্রার্থী আব্দুস সালামকে নৌকা প্রতীক বরাদ্দ দেন। 

গত ৩ ডিসেম্বর ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা আওয়ামী লীগের প্রার্থী আবদুস সালামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিলেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে গত ৯ ডিসেম্বর নৌকা বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন। পরে ১৪ ডিসেম্বর আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা প্রার্থিতা বাতিল করেন। 

ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে ও প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন আবদুস সালাম। শুনানি নিয়ে ১৮ ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন। একই সঙ্গে আবদুস সালামের মনোনয়নপত্র গ্রহণ করে তাঁকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন আনোয়ারুল আবেদীন খান। এর ওপর আজ চেম্বার আদালতে শুনানি হয়। আদালতে আনোয়ারুল আবেদীন খানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আবদুস সালামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী।

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা