হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে কাউন্সিলর পদে বিজয়ী জাহাঙ্গীর আলম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ঈশ্বরগঞ্জে উপনির্বাচনে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে ডালিম প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মো. জাহাঙ্গীর আলম। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাহাঙ্গীর আলম ভোট পেয়েছেন ৫৫৮টি। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মজনু মিয়া টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ২৫৫ ভোট।

জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর শহীদুল ইসলাম মারা যাওয়ার পর পদটি শূন্য হয়। এর ৯০ দিন পর শূন্য পদে উপনির্বাচন হলে ৩০২ ভোটের ব্যবধানে জাহাঙ্গীর আলম বিজয়ী হন। জাহাঙ্গীর আলম প্রয়াত কাউন্সিলর শহীদুল ইসলামের সহোদর।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মোট ভোটারসংখ্যা ১ হাজার ১৬৩ জন। তাঁদের মধ্যে নারী ভোটার ৫৯৬ ও পুরুষ ভোটার ৫৬৭। নির্বাচনে কাস্টিং হওয়া ভোটের সংখ্যা ৮৩৮টি। এর মধ্যে বিজয়ী প্রার্থী পেয়েছেন ৫৫৮ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ২৫৫ ভোট। এ ছাড়া ২৫টি ভোট নষ্ট হয়েছে।

বিজয়ের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল হক বলেন, উপনির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। 

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার