হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে কাউন্সিলর পদে বিজয়ী জাহাঙ্গীর আলম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ঈশ্বরগঞ্জে উপনির্বাচনে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে ডালিম প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মো. জাহাঙ্গীর আলম। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাহাঙ্গীর আলম ভোট পেয়েছেন ৫৫৮টি। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মজনু মিয়া টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ২৫৫ ভোট।

জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর শহীদুল ইসলাম মারা যাওয়ার পর পদটি শূন্য হয়। এর ৯০ দিন পর শূন্য পদে উপনির্বাচন হলে ৩০২ ভোটের ব্যবধানে জাহাঙ্গীর আলম বিজয়ী হন। জাহাঙ্গীর আলম প্রয়াত কাউন্সিলর শহীদুল ইসলামের সহোদর।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মোট ভোটারসংখ্যা ১ হাজার ১৬৩ জন। তাঁদের মধ্যে নারী ভোটার ৫৯৬ ও পুরুষ ভোটার ৫৬৭। নির্বাচনে কাস্টিং হওয়া ভোটের সংখ্যা ৮৩৮টি। এর মধ্যে বিজয়ী প্রার্থী পেয়েছেন ৫৫৮ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ২৫৫ ভোট। এ ছাড়া ২৫টি ভোট নষ্ট হয়েছে।

বিজয়ের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল হক বলেন, উপনির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। 

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত