হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গনসমাবেশ পলিটেকনিক মাঠে 

ময়মনসিংহ প্রতিনিধি

আগামীকাল শনিবার দুপুর ২টায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গনসমাবেশ। প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে সমাবেশের অনুমতি না পেলেও পলিটেকনিক মাঠে সমাবেশ করার অনুমতি পায় দলটি।

আজ শুক্রবার বিকেলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সাম্প্রতিক আন্দোলনে পাঁচ নেতাকে হত্যা, নিত্য প্রয়োজনীয় দ্রব‍্যমূল‍্যের ঊর্ধ্বগতি, গুম খুন ও সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহ বিএনপির বিভাগীয় গনসমাবেশ আয়োজন করা হয়েছে।’

গত ৬ অক্টোবর সার্কিট হাউস মাঠের অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে। সার্কিট হাউস মাঠে অনুমতি না পেলেও অবশেষে আজ বিকেলে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস মাঠ সমাবেশের জন্য অনুমতি দেয় প্রশাসন।

এদিকে অনুমতি পাওয়ার পরপরই সন্ধ্যায় পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠ পরিদর্শন করে মঞ্চ নির্মাণের প্রস্তুতি শুরু করেন বিএনপির বিভাগীয় নেতারা। এ সময় উপস্থিত ছিলেন—বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি ও হুইপ মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ–সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ হান্নান খান, শামীম আজাদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহেমেদ বাচ্চু, আখতারুজ্জামান বাচ্চু প্রমুখ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন