হোম > সারা দেশ > ময়মনসিংহ

মমেক শিক্ষার্থীকে কু-প্রস্তাবের অভিযোগে বিভাগীয় প্রধানের অপসারণ দাবি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ৫৩ ব্যাচের একজন শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে মমেকের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আবুল কালাম আজাদের অপসারণ ও বিচারের দাবি জানান তাঁরা। আজ বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘শুধু এখন নয়, তিনি বারবার শিক্ষার্থীদের কু-প্রস্তাব দেন। বর্তমানে আমাদের বড় আপু প্রাণের ভয়ে কলেজ থেকে চলে গিয়েছেন। তিনি আতঙ্কে আছেন। শিক্ষকেরা আমাদের পিতার মতো। তাঁরা যদি আমাদের সঙ্গে এমন আচরণ করেন তাহলে আমরা কোথায় যাবো? কার কাছ থেকে আদর্শ শিক্ষা গ্রহণ করব? এ রকম শিক্ষক আমরা চাই না। আমরা এর বিচার চাই।’ শুধু তাই নয় আর কোনো শিক্ষক যেন শিক্ষার্থীদের সঙ্গে এমন রকম আচরণ না করে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। এক আপুর সঙ্গে দীর্ঘদিন ধরে স্যার এমনটি করে আসছেন। আমরাও এর সঠিক বিচার চাই। অধ্যক্ষ স্যার আশ্বস্ত করেছেন সঠিক বিচারের। আশা করছি সঠিক বিচার পাব।’ 

বিষয়টি অস্বীকার করে প্রফেসর ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘অভিযোগ সম্পন্ন ভিত্তিহীন ও বানোয়াট। আমার বিরুদ্ধে কেউ মানববন্ধন করবে সেটি ভাবতেও পারিনি। কোনো শিক্ষার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলার প্রশ্নই ওঠে না। তবে ছাত্রলীগ করে এমন কিছু শিক্ষার্থীকে নম্বর কম দেওয়ার অভিযোগ এনে আমার বিরুদ্ধে এ ষড়যন্ত্র করছে।’ 

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ বলেন, ‘আমি জরুরি কাজে বাইরে আছি। মানববন্ধনের বিষয়টি শুনেছি। সেখান থেকে ফিরে শিক্ষার্থীদের সঙ্গে বসে, আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষক অন্যায় করলে অবশ্যই তাঁর বিচার হবে।’

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ