হোম > সারা দেশ > ময়মনসিংহ

মমেক শিক্ষার্থীকে কু-প্রস্তাবের অভিযোগে বিভাগীয় প্রধানের অপসারণ দাবি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ৫৩ ব্যাচের একজন শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে মমেকের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আবুল কালাম আজাদের অপসারণ ও বিচারের দাবি জানান তাঁরা। আজ বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘শুধু এখন নয়, তিনি বারবার শিক্ষার্থীদের কু-প্রস্তাব দেন। বর্তমানে আমাদের বড় আপু প্রাণের ভয়ে কলেজ থেকে চলে গিয়েছেন। তিনি আতঙ্কে আছেন। শিক্ষকেরা আমাদের পিতার মতো। তাঁরা যদি আমাদের সঙ্গে এমন আচরণ করেন তাহলে আমরা কোথায় যাবো? কার কাছ থেকে আদর্শ শিক্ষা গ্রহণ করব? এ রকম শিক্ষক আমরা চাই না। আমরা এর বিচার চাই।’ শুধু তাই নয় আর কোনো শিক্ষক যেন শিক্ষার্থীদের সঙ্গে এমন রকম আচরণ না করে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। এক আপুর সঙ্গে দীর্ঘদিন ধরে স্যার এমনটি করে আসছেন। আমরাও এর সঠিক বিচার চাই। অধ্যক্ষ স্যার আশ্বস্ত করেছেন সঠিক বিচারের। আশা করছি সঠিক বিচার পাব।’ 

বিষয়টি অস্বীকার করে প্রফেসর ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘অভিযোগ সম্পন্ন ভিত্তিহীন ও বানোয়াট। আমার বিরুদ্ধে কেউ মানববন্ধন করবে সেটি ভাবতেও পারিনি। কোনো শিক্ষার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলার প্রশ্নই ওঠে না। তবে ছাত্রলীগ করে এমন কিছু শিক্ষার্থীকে নম্বর কম দেওয়ার অভিযোগ এনে আমার বিরুদ্ধে এ ষড়যন্ত্র করছে।’ 

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ বলেন, ‘আমি জরুরি কাজে বাইরে আছি। মানববন্ধনের বিষয়টি শুনেছি। সেখান থেকে ফিরে শিক্ষার্থীদের সঙ্গে বসে, আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষক অন্যায় করলে অবশ্যই তাঁর বিচার হবে।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন