হোম > সারা দেশ > ময়মনসিংহ

মমেকে এক দিনে ১৩ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত ৪৫৮

প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়ে ৩ ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক) করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। 

করোনা নিয়ে মৃতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আব্দুল হামিদ (৬০), নেত্রকোনা সদরের এমদাদুল হক (৮৫) ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আমির উদ্দিন (৯০)। এ ছাড়া উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ সদরের হোসনে আরা (২৫), সাবু খাতুন (৮৫), দুলু মিয়া (৩০), গোলাপ আলী (৫৫), নজরুল ইসলাম (৬২); হালুয়াঘাট উপজেলার খোকন মিয়া (৫৫); গফরগাঁও উপজেলার সুরাইয়া খাতুন (৬৫); ত্রিশাল উপজেলার পারভীন আক্তার (৪৫); শেরপুর সদরের মনোয়ারা বেগম (৬৫), সাজেদা (৫৫); টাঙ্গাইল সদরের পরিমল চন্দ (৫২); ধনবাড়ি উপজেলার সৌরভ (১৩) ও নেত্রকোনা সদরের সুজিত চন্দ্র দাস (৬০)। 
 
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮৩ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৫৩ জন এবং আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন আছেন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬০টি নমুনা পরীক্ষায় আরও ৪৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ২৭ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৫ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৭০৫ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন