হোম > সারা দেশ > ময়মনসিংহ

সমাবেশ থেকে ফেরার পথে আ. লীগ-বিএনপির সংঘর্ষ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় এক পুলিশ সদস্য ও নগরীর ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মাসুমসহ চারজন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ে পুলিশ টিয়ার শেল ও শব্দ বোমা ফাটায়। 

আজ শনিবার সন্ধ্যায় নগরীর রেলওয়ে চত্বরে এ ঘটনা ঘটে। 

বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে স্টেশনে আসলে কৃষ্ণচূড়া চত্বর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। 

এদিকে আওয়ামী লীগ নেতা-কর্মীদের অভিযোগ, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী নগরীর কৃষ্ণচূড়া চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তাঁরা। এ সময় বিএনপির সমাবেশ থেকে ফেরত একদল নেতা-কর্মী তাঁদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তাঁরা পাল্টাপাল্টি ধাওয়া দিয়ে তাঁদের প্রতিহত করার চেষ্টা করেন। 

এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। 

ঘটনাস্থলে দায়িত্বরত ১ নম্বর ফাঁড়ির উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সন্ধ্যায় ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা