হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে র‍্যাবের অভিযানে তক্ষকসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে একটি তক্ষকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ সদস্যরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বকচর কন্টিপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার মৃত ইয়াজুল হকের ছেলে ফখরুল ইসলাম (৪৫) ও শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা চকপাড়া এলাকার ইছা হকের ছেলে আমিনুল ইসলাম। 

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে র‍্যাব-১৪, সিপিসি-১ শ্রীবরদী উপজেলার বকচর কন্টিপাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব। ওইসময় একটি জীবিত তক্ষকসহ ফখরুল ও আমিনুলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের ভাষ্যমতে, উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। 

এ ব্যাপারে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বুধবার দুপুরে আজকের পত্রিকাকে জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন স্থানে বন্য প্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। 

ময়মনসিংহে নিহত দিপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন