হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে র‍্যাবের অভিযানে তক্ষকসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে একটি তক্ষকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ সদস্যরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বকচর কন্টিপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার মৃত ইয়াজুল হকের ছেলে ফখরুল ইসলাম (৪৫) ও শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা চকপাড়া এলাকার ইছা হকের ছেলে আমিনুল ইসলাম। 

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে র‍্যাব-১৪, সিপিসি-১ শ্রীবরদী উপজেলার বকচর কন্টিপাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব। ওইসময় একটি জীবিত তক্ষকসহ ফখরুল ও আমিনুলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের ভাষ্যমতে, উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। 

এ ব্যাপারে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বুধবার দুপুরে আজকের পত্রিকাকে জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন স্থানে বন্য প্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। 

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা