হোম > সারা দেশ > ময়মনসিংহ

টকশোতে বাকৃবির গবেষককে ‘হেনস্তার’ প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

বাকৃবি প্রতিনিধি

একাত্তর টেলিভিশনের টকশোতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষক অধ্যাপক ড. জাকির হোসেনের সঙ্গে অসৌজন্যমূলক ও অপেশাদারসূলভ আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছেন তাঁর একদল সহকর্মী।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একাংশ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘হয়রানিমূলক’ প্রতিবেদন শুধুমাত্র সস্তা জনপ্রিয়তার জন্যই, বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে নয়। এ ধরনের প্রতিবেদন দেশের জননিরাপত্তা সংক্রান্ত গবেষণা খাতকে অস্থিরতা ও নিরাপত্তাহীনতায় ফেলে দেয়, যা বিজ্ঞানী ও গবেষকবৃন্দের কর্মস্পৃহা নষ্ট করে দেয়।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষকদলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো গবেষণাকে প্রশ্নবিদ্ধ করা মানে বিশ্ববিদ্যালয়ের কাজের মানকে প্রশ্নবিদ্ধ করা।

তারা টেলিভিশনে এ ধরনের অনুষ্ঠান এবং উপস্থাপক ও আলোচকদের ‘অজ্ঞতাস্বরূপ’ আচরণের তীব্র নিন্দা জানান। সেই সঙ্গে অধ্যাপক জাকির এবং তাঁর বৈজ্ঞানিক দলসহ জাতির কাছে দুঃখ প্রকাশের দাবি জানান।

এ মানববন্ধনে উপস্থিত ছিলেন—বাকৃবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার, সাধারণ সম্পাদক অধ্যাপক পূর্বা ইসলাম, সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেন, যুগ্ম সম্পাদক অধ্যাপক আফরিনা মুস্তারি, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক তানভীর রহমান, প্রচার সম্পাদক অধ্যাপক মো. হামিদুল ইসলামসহ আরও অনেকে।

একই ঘটনায় এর আগে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন শাখা। এ ছাড়াও এ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে প্রতিবাদ জানিয়েছে বাকৃবির আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল, কৃষি অনুষদ ছাত্র সমিতি, পশুপালন অনুষদ ছাত্র সমিতি এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চ।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ