হোম > সারা দেশ > জামালপুর

৫ মাস ভাতা নেই, অর্থকষ্টে স্ট্রোক করে মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে মো. হাসান আলী নামে এক বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। সরকারি ভাতা পাঁচ মাস বন্ধ হওয়ায় অর্থকষ্টে হতাশায় স্ট্রোক করে মারা গেছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। এ নিয়ে গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বকেয়া ভাতাসহ যাবতীয় পাওনা উত্তরাধিকারী হিসেবে পাওয়ার জন্য আবেদন করেছেন ওই মুক্তিযোদ্ধার স্ত্রী মোছাম্মৎ মরিয়ম বেগম।

আবেদন সূত্রে জানা যায়, ১৬ জুন সকালে পৌরসভার বানীকুঞ্জ বেপারিপাড়ার নিজ বাড়ি মারা যান ওই মুক্তিযোদ্ধা। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে ওই দিন বিকেলে দাফন করা হয়। পাঁচ মাস ধরে ভাতা বন্ধ হওয়ায় হতাশা ও অর্থকষ্টে ছিলেন ওই মুক্তিযোদ্ধা। এতে তিনি স্ট্রোক করে মারা যান বলে উল্লেখ করেছেন। 

এ বিষয়ে মুক্তিযোদ্ধার স্ত্রী মোছাম্মৎ মরিয়ম বেগম বলেন, ‘আমার স্বামী দেশের জন্য যুদ্ধ করেছেন। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আজ তাঁর সম্মানী ভাতা বন্ধ হওয়ায় তিনি অর্থকষ্টে হতাশায় স্ট্রোক করে মারা গেলেন। এখন আমি পাঁচ মাসের বকেয়াসহ যাবতীয় পাওনা উত্তরাধিকারী হিসেবে পাওয়ার দাবি জানাই।’

এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিশায় রিছিল বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মো. হাসান আলী পাঁচ মাস ধরে সরকারি সম্মানী ভাতা পাচ্ছিলেন না। বিষয়টি আমি অবগত ছিলাম না। তিনি বা তাঁর পরিবারের কেউ অভিযোগ করেননি। বিষয়টি অবগত হলে কী কারণে তাঁর ভাতা বন্ধ হলো, সেটি সমাধান করতাম। তাঁর মৃত্যুর খবরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে গিয়ে বিষয়টি আমরা জানতে পেরেছি। বীর মুক্তিযোদ্ধা মো. হাসান আলীর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু