হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুর স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরের মাওহা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আল ফারুকের প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় তাঁর এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে কর্মীকে মারধরের পাল্টা অভিযোগ করেছেন অপর স্বতন্ত্র প্রার্থী রমিজ উদ্দিন স্বপন। 

আজ বৃহস্পতিবার রমিজ উদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন মোহাম্মদ আল ফারুক। 

মাওহা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন জানান, মাওহা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আল ফারুকের অভিযোগ পেয়েছেন তিনি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ প্রেরণ করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে মাওহা ইউনিয়নের বৃ-নহটা গ্রামে মোহাম্মদ আল ফারুকের ঘোড়া প্রতীকের সমর্থকেরা প্রচারণায় বের হয়। এ সময় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী রমিজ উদ্দিনের সমর্থকেরা ঘোড়া প্রতীকের প্রচারণায় হামলা চালিয়ে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ হামলায় ঘোড়া প্রতীকের কর্মী জিএম ফারুক (৪৫) আহত হয়। বর্তমানে তিনি গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। 

মোহাম্মদ আল ফারুক বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী রমিজ উদ্দিনের নির্দেশে তাঁর সমর্থকেরা আমার প্রচারণায় হামলা করে এক কর্মীকে মারধর ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকার বেশি।’ 

এ বিষয়ে রমিজ উদ্দিন স্বপন পাল্টা অভিযোগ করে বলেন, ‘উল্লিখিত হামলার বিষয়ে তিনি কিছু জানেন না। তবে এদিন রাতে আল ফারুকের সমর্থকদের হামলায় শাহীন আলম নামে আমার এক কর্মী আহত হয়েছেন।’  

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, রিটার্নিং অফিসার বরাবর করা অভিযোগের অনুলিপি তিনি পেয়েছেন। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার