হোম > সারা দেশ > জামালপুর

কৃষিজমির মাটি ইটভাটায়, মালিককে লাখ টাকা জরিমানা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়া হচ্ছিল। এমন সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম লুৎফর রহমান। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন। 

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার চারাইলদার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার চারাইলদার এলাকার ইএলটি ব্রিকস নামের একটি ইটভাটার পাশে কৃষিজমির মাটি কেটে নিচ্ছিলেন ইটভাটার মালিকপক্ষ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাস্তা দিয়ে যাওয়ার পথে বিষয়টি দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

স্থানীয় কৃষকেরা জানান, ইটভাটার আশপাশের মাটিতে ইটভাটার কারণে ঠিকমতো চাষাবাদ হয় না। তা ছাড়া ইটভাটার আশপাশের জমিগুলো নেওয়ার জন্য ইটভাটার মালিকেরা ফন্দি পেতে থাকে। মোটা টাকার প্রলোভন দেখিয়ে জমিগুলো থেকে ইটভাটায় মাটি কেটে নিয়ে ইট তৈরি করছে। 

এ বিষয়ে ইউএনও লুৎফর রহমান বলেন, ‘রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এ সময় দেখি কৃষিজমির টপ সয়েল (উর্বর মাটি) কেটে নিচ্ছে ইটভাটার মালিকপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ