জামালপুরের মেলান্দহ উপজেলায় কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়া হচ্ছিল। এমন সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম লুৎফর রহমান। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার চারাইলদার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার চারাইলদার এলাকার ইএলটি ব্রিকস নামের একটি ইটভাটার পাশে কৃষিজমির মাটি কেটে নিচ্ছিলেন ইটভাটার মালিকপক্ষ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাস্তা দিয়ে যাওয়ার পথে বিষয়টি দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ বিষয়ে ইউএনও লুৎফর রহমান বলেন, ‘রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এ সময় দেখি কৃষিজমির টপ সয়েল (উর্বর মাটি) কেটে নিচ্ছে ইটভাটার মালিকপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’