হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনায় এসআইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলাটি করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম।  

আজ শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় দুর্গাপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়ে বাজারে দিকে যান শফিকুল ইসলাম। বাজার থেকে ফেরার পথে ৬টা ২০ মিনিটের দিকে পৌর শহরের পান মহলসংলগ্ন একটি গলিতে অজ্ঞাতনামা পাঁচ–ছয়জন দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে দুই হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

এর আগে আজ বিকেলে চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এসআই শফিকুলের জানাজা হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এর আগে দুপুরে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সূত্র জানায়, শফিকুল জামালপুরে কর্মরত ছিলেন। তিনি ৮ জানুয়ারি ছুটিতে বাড়ি আসেন। ৯ জানুয়ারি সন্ধ্যার পর কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। পরে রাতে তাঁর মৃত্যু হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম অভিযান চালাচ্ছে।’

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০