হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় নাশকতার মামলায় খেলাফত শ্রমিক আন্দোলনের সভাপতি গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানা ঘেরাও

নেত্রকোনা প্রতিনিধি

নাশকতার মামলায় নেত্রকোনায় খেলাফত শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করলে সোমবার সন্ধ্যায় দলটির নেতাকর্মীরা থানা ঘেরাও করে তার মুক্তি দাবি করে। ছবি: আজকের পত্রিকা

নাশকতার মামলায় নেত্রকোনায় খেলাফত শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আনোয়ার হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) বিকেলে জেলা শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পরপরই তাঁর মুক্তির দাবিতে সন্ধ্যা পর্যন্ত নেত্রকোনা মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন খেলাফত আন্দোলন ও খেলাফত শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা। তাঁরা হুঁশিয়ারি দেন, আনোয়ার হোসেনকে মুক্তি না দিলে তাঁদের আন্দোলন চলবে। এদিকে সংগঠনটির পক্ষ থেকে মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।

বাংলাদেশ খেলাফত যুব মজলিশের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিম বলেন, ‘আনোয়ার হোসেন আমাদের নেত্রকোনা জেলা শাখার সভাপতি। তাকে ‘আওয়ামী লীগের কর্মী’ বানিয়ে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত তাঁর মুক্তি দাবি করছি।’

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, “গত রোববার (১১ মে) সুমন মিয়া নামে এক ইউনিয়ন তাঁতীদলের নেতা বাদী হয়ে মডেল থানায় নাশকতার একটি মামলা দায়ের করেন। মামলার ৯৩ নম্বর এজাহারনামীয় আসামি আনোয়ার হোসেন। মামলাটি তদন্তাধীন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড