হোম > সারা দেশ > ময়মনসিংহ

রং-তুলি নিয়ে বসন্ত বরণের প্রস্তুতি নিচ্ছেন জাককানইবির চারুকলার শিক্ষার্থীরা

জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) রং-তুলি হাতে নিয়ে ব্যস্ত সময় পার করছেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। কেউ প্লাস্টিকের পাত্রে রং তৈরি করছেন, কেউবা সেই রং দিয়ে রাঙিয়ে তুলছে ক্যাম্পাসের আঙিনা। লাল, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের তুলিতে তৈরি করা হচ্ছে দেয়ালচিত্র, রঙিন হচ্ছে ক্যানভাস। 

আগামীকাল মঙ্গলবার বসন্ত বরণকে কেন্দ্র করে রং-তুলির আঁচড়ে ক্যাম্পাসকে রাঙিয়ে তুলছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে গ্রামীণ আবহকে তুলে ধরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঞ্চটি সাজানো হচ্ছে দু’পাশে কলা গাছ, কিছু মৌমাছিসহ মৌচাক, কোকিল পাখি ও বিভিন্ন ফুল দিয়ে। এ ছাড়া স্টল থাকবে বিভিন্ন ধরনের পিঠাপুলি। অনুষ্ঠানে আগত সবাই বিভিন্ন গ্রামীণ লোকজ পোশাক পরে আসবেন। 

এ বিষয়ে চারুকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাহাদ বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগটিতে সব সময় বিভিন্ন অনুষ্ঠান হয়। এ বিভাগের সবাই সংস্কৃতিমনা। প্রথমবারের মতো আমরা চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বসন্ত উৎসবের আয়োজন করছি। এতে গ্রামীণ আবহকে তুলে ধরা হচ্ছে। অনুষ্ঠানে সবাই গ্রামীণ পোশাক পরিধান করবেন। আমাদের প্রস্তুতি কার্যক্রম আজ সোমবার রাতের মধ্যে শেষ হবে।’ 

চারুকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সৌরভ কুমার দাস সাগর বলেন, ‘বিভাগের নবীন শিক্ষার্থী হিসেবে এ রকম আয়োজনে অংশগ্রহণ করা আসলেই আমার জন্য নতুন অভিজ্ঞতা।’ 

এরই মধ্যে রং-তুলি ও ফুলে ফুলে সেজেছে পুরো ক্যাম্পাস। রং-বেরঙের ফুল আর পাখির কলতান মনে করে দিচ্ছে বসন্ত এসে গেছে। বাতাসে ফুলের সমীরণ জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। শীতের আড়মোড়া কেটে প্রকৃতি সতেজ হতে শুরু করেছে। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন