ময়মনসিংহের দুই উপজেলায় পৃথক বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টার পর্যন্ত জেলা সদর ও ফুলপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। ঘটনায় অন্তত আরও ৩৫ জন আহত হয়েছেন।
জানা যায়, আজ বেলা ১১টার দিকে সদর উপজেলার রশিদপুর নামক স্থানে ঢাকা থেকে নেত্রকোনাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাস দুমড়েমুচড়ে গিয়ে এক বাসের চালকসহ অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিকুল হক বলেন, ঘটনার পর অপর বাসের চালক পালিয়ে যান। তবে, ঘাতক বাস দুটি জব্দ করা হয়েছে।
ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আল আমিন বলেন, ‘আমরা ঘটনাস্থলে কাজ করছি। এ ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কারও নাম-ঠিকানা জানা যায়নি।’