ময়মনসিংহ মহানগরীতে ট্রেনের ধাক্কায় নাদিম আনসারী (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কৃষ্টপুর দিল-রওশন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাদিম আনসারী মহানগরীর রামকৃষ্ণ রোড এলাকার মোস্তফা আনসারীর ছেলে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে নিহত নাদিম আনসারী কৃষ্টপুর দিল-রওশন মসজিদ এলাকার রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাদিম আনসারী মারা যান। পরে স্থানীয়রা রেলওয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।