মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে বরুন কন্দ (২৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় এ ঘটনাটি ঘটে। নিহত বরুন কন্দ ইসলামপুরের কুরমা ফাঁড়ির কুঞ্জি চা বাগানের শ্রমিক।
এ বিষয়ে ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান বলেন, আজ বিকেলে প্রচণ্ড বৃষ্টিপাতের সময় বজ্রপাত হয়। ওই সময় বরুন কন্দ চা বাগানে লাকড়ি সংগ্রহ করছিলেন। কিছুক্ষণ পরে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরুন কন্দকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাকৃতিক দুর্ঘটনা তিনি মারা গেছেন। তাই লাশের ময়নাতদন্ত করা হয়নি।