হোম > সারা দেশ > মৌলভীবাজার

ভোট দিলেন প্রায় শতবর্ষী তিন বান্ধবী

মাহিদুল ইসলাম, কমলগঞ্জ (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে লাঠিতে ভর করে ভোট দিলেন প্রায় শতবর্ষী সামিনা বেগম, রুজিনা বেগম ও উষারাণী শীল নামে তিন বান্ধবী। ৫ জানুয়ারি বুধবার পঞ্চম ধাপে অনুষ্ঠিত কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রাজ দীঘিরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে তাঁরা ভোট দেন।

বৃদ্ধা সামিনা বেগম, রুজিনা বেগম ও উষা রাণী শীল জানান—তাঁরা তিনজন বান্ধবী। নির্দিষ্ট করে বলতে না পারলেও তাঁদের বয়স শতবর্ষের কাছাকাছি। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন দেখা হয়নি। অতীতের কথা মনে করে জীবনের শেষ সময়ে আবারও একসঙ্গে ভোট দিতে এসেছেন। তিনজন একসঙ্গে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোটকেন্দ্রে এসে তাঁরা খুব খুশী। বেঁচে থাকলে আবারও একসঙ্গে ভোট দেওয়া বিষয়ে তাঁরা আশাবাদী। 

কড়া নিরাপত্তার মধ্যদিয়ে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। শীতের সকালে রোদ ওঠার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এর মধ্যে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীদের ভোট দেন তাঁরা। নির্বাচনে বিজিবিসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলাবাহিনী মাঠে কাজ করেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৩২৭ জন এবং সংরক্ষিত পদে ১০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ ইউনিয়নের ৯৫টি কেন্দ্রে ভোট হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে স্থায়ী ভোটকক্ষ ছিল ৪০৫টি ও অস্থায়ী ৩৯টি। উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮০ হাজার ৯৩৮। এর মধ্যে পুরুষ ৯১ হাজার ৪ শ ১১ জন ও নারী ৮৯ হাজার ৫ শ ২৫ জন ভোটার ভোট দেবেন।

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৫১

শ্রীমঙ্গলে সাংবাদিকসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের হত্যার হুমকি, থানায় জিডি

চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, চা-শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৭

ডেভিল হান্ট অভিযানে শ্রীমঙ্গল আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে হত্যা