হোম > সারা দেশ > মৌলভীবাজার

বাবাকে হত্যার ৩ দিন পর মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে শাবলের আঘাতে বাবা গফুর মিয়া (৫৫) নিহতের ঘটনায় মাদকাসক্ত ছেলে জহিরুল ইসলামকে (৩১) গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা-পুলিশ। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৬টায় শমশেরনগর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার ডাবলছড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত সোমবার নিহতের মেয়ে মরিয়ম বেগম বাদী হয়ে জহিরুলের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

স্থানীয়রা বলছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে আদমপুরের কেওয়ালীঘাট গ্রামে ছেলে জহিরুল ইসলাম শাবল দিয়ে আঘাত করে তাঁর বাবা-মা দুজনকে গুরুতর আহত করলে হাসপাতালে নেওয়ার পথে বাবা গফুর মিয়ার মৃত্যু হয়। নিহত গফুর মিয়া ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। ঘটনার পর থেকে জহিরুল পলাতক ছিলেন। জহিরুল মাদকাসক্ত ছিলেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ঘটনার পর থেকে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এবং বিভিন্ন সীমান্ত এলাকায় নজর রাখছিল। আজ আসামি জহিরুল ডাবলছড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৫১

শ্রীমঙ্গলে সাংবাদিকসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের হত্যার হুমকি, থানায় জিডি

চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, চা-শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৭

ডেভিল হান্ট অভিযানে শ্রীমঙ্গল আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে হত্যা