হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে আবু শাহেদ (৩০) নামের এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে এলাঙ্গী ক্যাম্পের ব্যারাক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

কনস্টেবল শাহেদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। 

এলাঙ্গী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুফল কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সেন্ট্রি ডিউটি ছিল শাহেদের। ডিউটি চলাকালীন কনস্টেবল শাহেদ অসুস্থ হন। এ কারণে ডিউটি শেষ করে পরবর্তী কনস্টেবলকে ডিউটি না বুঝিয়ে দিয়ে তাঁর কক্ষে শুয়ে পড়েন। পরে রুমের সহকর্মীরা তাঁর নাক-মুখ দিয়ে সাদা ফেনা বের হতে দেখে গাংনী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গাংনী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক মো. জামিরুল ইসলাম বলেন, ওই কনস্টেবলকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। ময়নাতদন্ত করা হলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ধারণা করা হচ্ছে, এটা স্বাভাবিক মৃত্যু। তবু বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট