হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সহকর্মীর ওপর গুলির প্রতিবাদে মানিকগঞ্জে উপজেলা চেয়ারম্যানদের সংবাদ সম্মেলন

মানিকগঞ্জ প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খানের ওপর গুলি ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জের উপজেলা চেয়ারম্যানরা। আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

‘উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন’ মানিকগঞ্জ জেলা শাখা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন। উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, সিঙ্গাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান ও দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম রানা।

শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। সেই সঙ্গে পৌরসভা মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের নিরাপত্তা জোরদারে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য গানম্যানের দাবি করেন তাঁরা। 

উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি ভোরে নিজ বাসভবনে নরসিংদীর জেলার শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন। 

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে