লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় আকাশ (১৬) নামের এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নিহতের ছোট ভাই ও নানা।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দোয়ানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ উপজেলার বড়খাতা এলাকার উজ্জল মিয়ার ছেলে।
আহতেরা হলো—নিহতের ছোট ভাই আরাফ (৫) ও নানা উকিল মোস্তাজির (৭০)।
স্থানীয়রা জানান, আজ বেলা ১টার দিকে মোটরসাইকেলে নানা বাড়ি যাচ্ছিল আকাশ। পথে দোয়ানি এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে আকাশ তার ছোট ভাই আরাফ ও নানা উকিল মোস্তাজির। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে আকাশের মৃত্যু হয়।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতাল নেওয়ার পথে আকাশের মৃত্যু হয়েছে। এ ছাড়া ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী চালক পলাতক রয়েছেন।