হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে আঁখি মনি (১৯) নামে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার উপজেলার ফায়ার সার্ভিস এলাকার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। 

মৃত আঁখি ওই এলাকার সৌদিপ্রবাসী শাকিল মিয়ার স্ত্রী এবং লালমনিরহাট পৌরসভার দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার আইনুল হকের মেয়ে। 

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

পুলিশ ও স্থানীয়রা জানান, দেশে থাকার সময় শাকিল মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আঁখি মনি। পরে শাকিল মিয়া সৌদি আরবে পাড়ি জমান। আট মাস আগে বিয়ের দাবিতে আঁখি মনি প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়। শেষে পরিবারের সিদ্ধান্তে শাকিল মিয়ার সঙ্গে ভার্চুয়াল বিয়ে হয় আঁখির। স্বামী সৌদিতে থাকলেও বিয়ের দিন থেকে আঁখি স্বামীর বাড়িতে থাকেন। 

শুক্রবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান আঁখি। শনিবার সকালে তার কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। এতে মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও মরদেহ মর্গে না পাঠানোর অনুরোধ জানায় আঁখি মনি। 

থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘চিরকুটে কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। তবে মরদেহ মর্গে নিয়ে না কাটার অনুরোধ জানায়। এ ঘটনায় আঁখির পরিবার তার শ্বশুর–শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করেছেন। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

ফসলি জমি থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

সীমান্তে ছররা গুলি ছুড়েছে বিএসএফ, পতাকা বৈঠকে অসম্মতি

বুড়িমারী স্থলবন্দর: ভারতীয় ট্রাক থেকে ওষুধ ও সিসা জব্দ, চালক আটক

সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুড়ল বিএসএফ

মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তিস্তার তীরে দর্শনার্থীর ভিড়

ধর্ষণচেষ্টার মামলায় কারাগারে থাকা বিএনপি নেতাকে অব্যাহতি