হোম > সারা দেশ > লালমনিরহাট

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহতের লাশ বিএসএফ ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে। আজ সোমবার দুপুরে ওই সীমান্তে বিপুল সংখ্যাক বিএসএফের গাড়ি ও সদস্যদেরকে দেখা গেছে।

গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে পাটগ্রাম ইউনিয়নের শেষ ও জগতবেড় ইউনিয়নের শুরু ভারতীয় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশি যুবকের নাম ইউছুফ আলী (২৬)। তিনি অবৈধভাবে গরু পারাপারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। ইউছুফ জগতবেড় ইউনিয়নের মেছেরডাঙ্গা এলাকার শাহ জামালের ছেলে।

এলাকাবাসী ও স্থানীয় সীমান্তবর্তী সূত্র জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৫৭ নম্বর প্রধান পিলারের ১৩ নম্বর উপপিলারের ভারতের সরকারপাড়া ও বাংলাদেশের কালীরহাট এলাকা সীমান্ত দিয়ে ভারতীয় গরু পারাপারকারীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারীসহ উভয় দেশের ৪ থেকে ৫ জনের একটি দল গরু পারাপারের চেষ্টা করতে থাকে।

ওই দলের মধ্যে ইউছুফ সীমান্তে যায়। এ সময় ভারতীয় কোচবিহার জেলার মেখলিগঞ্জ-১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের মীররাপা ক্যাম্পের টহল দলের সদস্যরা ভারত-বাংলাদেশের গরু পারাপারকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ইউছুফের পেটে ও হাতে গুলি লেগে ঘটনাস্থলে মারা যান।

জগতবেড় ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএসএফের গুলিতে নিহত ইউছুফ আলী আমার ওয়ার্ডের বাসিন্দা। তাঁদের বাড়ি গিয়েছি। ঘটনা সত্য।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘সীমান্তে বাংলাদেশি যুবক নিহতের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

বর্ডারগার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, ‘সীমান্তে নিহতের ঘটনা শুনেছি। ওই সীমান্তের কালীরহাট বিজিবি ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কেনো গুলির ঘটনা ঘটেছে জানতে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক করা হবে। প্রক্রিয়া চলছে।’

এর আগে দুই মাসে আগে গত ০১ এপ্রিল জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট সীমান্তে রবিউল ইসলাম (৫২) নামে আরও এক বাংলাদেশি গরু পারাপারকারী বিএসএফের গুলিতে নিহত হয়।

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ