হোম > সারা দেশ > লালমনিরহাট

বৃষ্টি ও ঢলে তিস্তার পানি বেড়ে ১৫ এলাকা প্লাবিত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

তিস্তা নদীর পানি গতকাল শনিবার বিকেল থেকে বিপৎসীমার ছুঁই ছুঁই। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানির তোড়ে ইতিমধ্যে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার তিস্তা নদীর পার্শ্ববর্তী অন্তত ১৫টি এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। 

দুপুর ১২টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১০ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ মিটার)। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এতে তিস্তা চরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বসতবাড়িতে পানি উঠেছে ও রাস্তাঘাট ডুবে গেছে। চরম বিপাকে পড়েছেন তিস্তা পাড়ের স্থানীয় বাসিন্দারা। 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শনিবার বিকেলে জানায়, তিস্তা নদীর পানি বাড়ছে। এতে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। 

তিস্তার পানি বৃদ্ধিতে লালমনিরহাটের হাতীবান্ধার উপজেলার সানিয়াজান ইউনিয়নের বাঘের চর, শেখ সুন্দর, সিংঙ্গীমারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না ইউনিয়নের পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী, হলদিবাড়ী ও গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী, ছয়ানী ও পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মহিমপাড়া, কাদেরের চর, সর্দারপাড়া, কাতিপাড়া, বড়বাড়ি, মন্সিপাড়া, সৈয়দপাড়া, গুচ্ছগ্রাম এবং কলোনিপাড়া এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

বসতবাড়ি ও সড়কগুলোতে পানি উঠেছে। পানি প্লাবিত এলাকাগুলোর বাসিন্দারা শিশু, বৃদ্ধ ও গৃহপালিত পশুপাখি নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। 

হাতীবান্ধার গড্ডিমারি ইউনিয়নের দোয়ানী গ্রামের আমিনুর রহমান বলেন, ‘বৃষ্টি ঘর থেকে বেড় হওয়া যায় না আবার তিস্তার পানি বেড়ে বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে খুব কষ্টে পড়েছি।’ 

পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের সৈয়দপাড়া এলাকার রফিকুল ইসলাম বলেন, ‘বসতবাড়িতে পানি উঠেছে। সন্তান ও পালিত পশু নিয়ে সমস্যায় আছি। পানি বাড়তেই আছে।’ 

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, তিস্তা নদীর পানি প্লাবিত এলাকাগুলোর প্রতি পরিবারকে আজ রোববার ১০ কেজি করে জিআরের চাল দেওয়া হবে। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
 
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার উপ-প্রকৌশলী মোহাম্মদ রাশেদীন ইসলাম বলেন, অব্যাহত বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে।

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত