লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে কীটনাশক পানে ফজলে রহমান (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
বুধবার (১১ জুন) সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মোস্তফার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রীর সঙ্গে কয়েক দিন ধরে মনোমালিন্য চলছিল ফজলে রহমানের। একপর্যায়ে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এতে স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজের ঘরে কীটনাশক পান করে আত্মহত্যা করেন ফজলে রহমান। পরিবারের সদস্যরা কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।