তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। আজ রোববার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় চীনা রাষ্ট্রদূত বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এই এলাকার মানুষ, আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ, লোকজনের চিন্তা-ভাবনা, মানসিকতা তিস্তা মহাপরিকল্পনার পক্ষেই। তাই পুরো বিষয় নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে।
এ সময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের রংপুর প্রধান প্রকৌশলী আমিনুল হক ভূঁইয়া, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌলাসহ আরও অনেকে।