হোম > সারা দেশ > লালমনিরহাট

শ্রমিক দিবসে দাবি আদায়ে বুড়িমারী স্থলবন্দরে মানববন্ধন-সমাবেশ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

আন্তর্জাতিক শ্রমিক দিবসে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে সাধারণ শ্রমিকদের দাবি আদায়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। পাঁচ দফা দাবি বাস্তবায়নে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়। 

আজ সোমবার দুপুরে বুড়িমারী স্থলবন্দর-পাটগ্রাম মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বুড়িমারী বাজার মসজিদের পাশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য দেন বুড়িমারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য ও বুড়িমারী সাধারণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সামছুল হুদা, সহসভাপতি সাজ্জাদ হোসেন, জামিয়াল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

সমাবেশে শ্রমিকেরা পাঁচ দফা দাবিগুলো হলো শ্রমিকদের বিভিন্ন দল ও সংগঠন পরিচালনাকারী ২৪ জন শ্রমিক সর্দার বুড়িমারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সদস্যদের প্রায় ৪৪ কোটি টাকা আত্মসাৎ করেছে। অবিলম্বে সর্দারদের পদত্যাগ ও আহ্বায়ক  কমিটি গঠন, প্রয়োজনীয় সময়ে নির্বাচনের মাধ্যমে সংগঠনের কমিটি গঠন, নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব প্রদান, সাধারণ শ্রমিকদের পাওনা টাকা ফেরত এবং আন্দোলনকারী সাধারণ শ্রমিকদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার।

এর আগে বেলা ১১টায় ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বুড়িমারী স্থলবন্দর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন বুড়িমারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ শ্রমিকেরা। এতে কয়েক হাজার শ্রমিক অংশ নেন।

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত