হোম > সারা দেশ > লালমনিরহাট

রংপুরে মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা কারাগারে 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা মছির উদ্দিন দুলালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শনিবার পুলিশ তাকে রংপুরের আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন। 

মছির হোসেন দুলাল লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

এর আগে গতকাল শুক্রবার কাউনিয়া বালাপাড়া সুফিয়া পাম্প এলাকা থেকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল ও পাঁচ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। 

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল ও পাঁচ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মছির উদ্দিন দুলালকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে দুলালের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। 

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি লোকমুখে শুনেছি। খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শরিফ বলেন, ‘রংপুর র‍্যাব-১৩ শুক্রবার মাদকসহ মছির উদ্দিন দুলালকে আটক করে। ওই দিন রাতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করে র‍্যাব। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ