হোম > সারা দেশ > লালমনিরহাট

হাতীবান্ধায় জমির আল ভেঙে দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটের হাতীবান্ধায় নিহত আবু সামার লাশ দেখতে তাঁর স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আবু সামা (৬৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় আল ভেঙে যাওয়াকে কেন্দ্র করে তাঁর ভাতিজা এই হত্যাকাণ্ড ঘটান বলে অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আবু সামা ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। অভিযুক্ত ভাতিজা একই এলাকার বছের আলীর ছেলে হাশেম আলী। তিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাচা আবু সামা গতকাল বৃহস্পতিবার নিজের জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে জমিতে যান। এ সময় ট্রাক্টরের আঘাতে ভাতিজা হাশেমের জমির আল ভেঙে যায়। এ নিয়ে চাচা-ভাতিজা বাগ্‌বিতণ্ডায় জড়ান। স্থানীয় লোকজন বিষয়টি তাৎক্ষণিক মীমাংসা করে দেন। তবে আজ দুপুরে আবু সামা তাঁর ছেলেকে নিয়ে হাশেম আলীর বাড়িতে যান। সেখানে জমির আল ভেঙে দেওয়ার ঘটনা নিয়ে আলোচনা উঠলে পুনরায় তাঁরা বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে হাশেম উত্তেজিত হয়ে আবু সামাকে কুপিয়ে জখম করেন।

খবর পেয়ে স্থানীয়রা আবু সামাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। পরে থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনারুল হক বলেন, আবু সামাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনার তদন্ত ও অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ