হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটের তিন আসনেই জয়ী নৌকা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলার ৩টি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরাই বিজয়ী হয়েছেন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্ররা। আজ রোববার রাতে রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়েছে। 

লালমনিরহাট-১ (হাতীবান্ধা পাটগ্রাম) আসনে ৫৫ হাজার ২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান পেয়েছেন ৩১ হাজার ৩৫২ ভোট। 

লালমনিরহাট-২ (আদিতমারী কালীগঞ্জ) আসনে নৌকা প্রতীকে ৯৭ হাজার ২৪০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল হক ঈগল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৫ শত ভোট। 

লালমনিরহাট-৩ (সদর) আসনে নৌকা প্রতীকে ৭৬ হাজার ৪০১ ভোট পেয়ে প্রথম বারের মত বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। তার নিকটতম প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর ঈগল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮০৮ ভোট। 

লালমনিরহাটের ৩টি আসনে মোট ভোটার ১০ লাখ ৬৩ হাজার ৭২৩ জন। যার মধ্যে পুরুষ ৫ লাখ ৩৩ হাজার ৫৮১ জন; মহিলা ৫ লাখ ৩০ হাজার ১৪০ জন। ৩টি আসনে ৩২ দশমিক ৫০ শতাংশ ভোট অর্জিত হয়েছে বলেও জানান রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ।

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

ফসলি জমি থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু