হোম > সারা দেশ > লালমনিরহাট

হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশিকে গুলির পর নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি 

গুলিবিদ্ধ বাংলাদেশি যুবক হাসিবুল ইসলাম। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে হাসিনুর রহমান (২৮) নামের এক বাংলাদেশিকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর মেইন পিলারের সাব ৬ এস পিলার এলাকায় গুলির এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হাসিনুরকে বিএসএফ ভারতের একটি হাসপাতালে ভর্তি করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হাসিনুর ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

সীমান্তবাসীরা জানান, মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর মেইন পিলালের সাব ৬ এস পিলার এলাকা হয়ে সীমান্তে ঘাস কাটছিলেন হাসিনুরসহ কয়েক বাংলাদেশি। তখন বিএসএফ ১৫৭ ব্যাটালিয়নের ফুলবাড়ী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হাসিনুর রহমান গুলিবিদ্ধ হয়ে মাটিতে পরে গেলে বিএসএফ সদস্যরা তাঁকে নিয়ে কুচবিহার হাসপাতালে ভর্তি করেন। হাসিনুর চোখে গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী সীমান্তবাসীরা জানিয়েছেন।

সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গ্রাম পুলিশ ও ইউপি সদস্যকে পাঠানো হয়েছে। যত দূর শুনেছি, বিএসএফের গুলিতে আহত হাসিনুর রহমানকে ভারতের কুচবিহারের একটি হাসপাতালে ভর্তি করেছে বিএসএফ।’

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে হাসিনুরের আহতের খবর পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।’

এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলেও সীমান্তের একটি সূত্র দাবি করেছে। তবে এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের অধিনায়কের সরকারি নম্বরে একাধিকবার কল করলেও কেউ ধরেননি।

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

ফসলি জমি থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু