হোম > সারা দেশ > লালমনিরহাট

আদিতমারীতে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী মতিয়ার রহমান কাচুয়া (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা-পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের তেলিটারী পশ্চিমপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে অভিমান করে রাতে না খেয়ে ঘুমিয়ে যান গৃহবধূ জাহানারা বেগম। আজ সকালেও অভিমান করে কিছু খাননি এবং ঘরের কোনো কাজকর্ম করেননি। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী মতিয়ার স্ত্রীকে জোরে ধাক্কা দেন। এ সময় গর্তে পড়ে গুরুতর আহত হন স্ত্রী জাহানারা। ঘটনার পরপরই তাঁর চিকিৎসার জন্য বাড়িতে স্থানীয় পল্লি চিকিৎসককে ডেকে আনা হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিজ বাড়ি থেকে মতিয়ারকে আটক করা হয়েছে।

এ বিষয়ে মতিয়ার রহমান বলেন, ‘মেয়ের সঙ্গে অভিমান করে রাত থেকে কিছু খায়নি জাহানারা। আজ সকালে ঘরের কোনো কাজও করেনি। তাই রাগের মাথায় আমার স্ত্রীকে ধাক্কা দেই। এতে সে গর্তে পড়ে অসুস্থ হয়ে পড়ে। পরে মারা যায়। কিন্তু আমি তাকে মারার জন্য ধাক্কা দেইনি।’

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম রফিক বলেন, মৃত গৃহবধূর গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি।

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত