হোম > সারা দেশ > লালমনিরহাট

সাংবাদিকদের নামে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

কুড়িগ্রাম ও লালমনিরহাট প্রতিনিধি

সংবাদ প্রকাশের জেরে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকের পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগর এবং আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম হাসানের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের (কেজিইউজে) আয়োজনে এ মানববন্ধন হয়।

কেজিইউজের সদস্যসচিব মনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে জেলা-উপজেলার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে কেজিইউজের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম বলেন, ‘আজকের পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগর ও আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি এম হাসানের নামে যে মামলা করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

রাশিদুল ইসলাম আরও বলেন, ‘বিগত সরকারের আমলেও এমন হয়রানিমূলক মামলা করা হয়েছিল। কিন্তু সাংবাদিকদের তারা দাবিয়ে রাখতে পারেনি। তবে হাজারো মানুষের রক্ত ও ত্যাগের মাধ্যমে আসা এই অন্তর্বর্তী সরকারের আমলেও সাংবাদিক হয়রানি ও নিপীড়ন বন্ধ না হওয়া রাষ্ট্রের জন্য লজ্জার। এ সময়ে এসেও শুধু সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হত্যার ঘটনাও ঘটছে। আমরা এসব হত্যার বিচার চাই। লালমনিরহাট ও কুমিল্লায় যেভাবে মিথ্যা ও বানোয়াট তথ্যে সাংবাদিকদের মামলার আসামি করা হয়েছে, এর নিন্দা ও প্রতিবাদ জানাই। এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।’

সংবাদ প্রকাশের জেরে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিরাপত্তার দাবিতে লালমনিরহাটে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি। ছবি: আজকের পত্রিকা

মামলা প্রত্যাহার ও নিরাপত্তার দাবিতে স্মারকলিপি

এদিকে অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে লালমনিরহাটে সাংবাদিক খোরশেদ আলম সাগরসহ অন্য সাংবাদিকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকেরা। আজ দুপুরে পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের কাছে এ স্মারকলিপি দেন সাংবাদিক নেতারা।

স্মারকলিপিতে তিন সাংবাদিক ‘সম্পূর্ণ নির্দোষ বলে নির্মোহভাবে প্রমাণিত হবে’ উল্লেখ করে আইনগত প্রক্রিয়ায় দ্রুত তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়। স্মারকলিপি গ্রহণ শেষে পুলিশ সুপার আন্তরিকতার সঙ্গে সাংবাদিকদের দাবি দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়ায় সমাধানের আশ্বাস দেন।

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত