হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটে পাটখেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, কিশোরকে জিজ্ঞাসাবাদ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে পাটখেত থেকে জুনায়েদ (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক কিশোরকে থানায় নেওয়া হয়েছে। গতকাল রোববার রাতে জেলার সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের ছেকনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জুনায়েদ খুনিয়াগাছ ইউনিয়নের ছেকনাপাড়া এলাকার অটোরিকশাচালক দুলাল মিয়ার ছেলে। পুলিশের ধারণা, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। 

জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রাতেই এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। শিশু জুনায়েদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে বিস্তারিত জানা যাবে।’ 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যার আগে শিশু জুনায়েদ খেলার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সন্ধ্যা পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তার পরিবারের সদস্যরা। জুনায়েদকে শেয়াল নিয়ে যেতে পারে সন্দেহে স্থানীয়রা এলাকার পাটখেতে খোঁজা শুরু করে। একপর্যায়ে পাটখেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চোয়ারম্যান এ এস এম খায়রুজ্জামান মণ্ডল বাদল বলেন, ‘এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় এক কিশোরকে আটক করে থানায় নিয়ে গেছে।’

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

ফসলি জমি থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

সীমান্তে ছররা গুলি ছুড়েছে বিএসএফ, পতাকা বৈঠকে অসম্মতি